Khoborerchokh logo

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার,গ্রেপ্তার ১ 164 0

Khoborerchokh logo

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার,গ্রেপ্তার ১

মাধবপুর,হবিগঞ্জ থেকে মিজানুর :
২৮  অক্টোবর ২০২১ইং  বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার লোহাঈদ গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে হরষপুর ফাঁড়ির পুলিশ।
বৃহস্পতিবার ভোরে তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাড়িঁর এস.আই সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাঈদ গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ঐ গ্রামের প্রবীর শীলের ছেলে প্রসেন্জিত শীল ওরপে মনির(২৭)কে গ্রেফতার করেছে ।
থানার কর্মকর্তা ইনচার্জ মুহাম্মাদ আবদুর রাজ্জাক জানান-ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনের মামলার দায়ের করা হয়েছে।
মাদক কারবারীকে জেল হাজতে পাঠানো হয়েছে । 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com